Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ এপ্রিল ২০২৩

নভোথিয়েটারের অর্জনসমূহ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের উল্লেখযোগ্য অর্জন

  • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সম্মানে নভোথিয়েটারে “বঙ্গবন্ধু কর্নার” স্থাপন করা হয়েছে।
  • বঙ্গবন্ধু কর্নারে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে বঙ্গবন্ধুর ভাষণ ও গুরুত্বপূর্ণ ইভেন্ট প্রদর্শিত হয়।
  • মুজিববর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের কার্যক্রম বিভিন্ন টেলিভিশনে প্রচারের জন্য বাংলাদেশ চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের মাধ্যমে একটি ভিডিও তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে এবং তা নিয়মিত প্রচার করা হচ্ছে।
  • মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদেরকে নভোথিয়েটারের প্রদর্শনী উপভোগ করার জন্য বিআরটিসির বাসের মাধ্যমে বিনামূল্যে আনা নেয়া করা হয়।
  • মহাকাশ বিষয়ক নতুন ২টি ডিজিটাল ফিল্ম সংযোজন করা হয়েছে।
  • শেখ রাসেল কর্নার স্থাপন করা হয়েছে।
  • ভার্চুয়াল রিয়েলিটি কর্নার স্থাপনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উন্নত প্রযুক্তির মাধ্যমে বিনোদনের ব্যবস্থা করা হয়েছে।
  • দর্শনার্থী এবং শিশুদের চিত্ত-বিনোদনের জন্য নভোথিয়েটারের বাগানে নভো-পার্ক স্থাপন করা হয়েছে।
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে সায়েন্টিফিক লাইব্রেরী স্থাপন করা হয়েছে।
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং আগত দর্শনার্থীদের গাড়ীর নিরাপদসংরক্ষণের জন্য আন্ডারগ্রাউন্ড পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের কার্যক্রম প্রচারের জন্য নভোথিয়েটারের সম্মুখে ডিজিটাল ডিসপ্লে মেসেজ বোর্ড স্থাপন করা হয়েছে। ফলে আগত দর্শনার্থীরা সহজেই নভোথিয়েটার সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি জানতে পারছেন।
  • নভোথিয়েটারের সকল প্রদর্শনীর টিকেট বুকিং এর জন্য নির্ধারিত ফরমে অনলাইন এপ্লিকেশন সিস্টেম চালু করা হয়েছে।
  • নভোথিয়েটারের ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ১টি আর্চওয়ে,  লাগেজ স্ক্যানার , হ্যান্ড মেটাল ডিটেক্টর, মিরর ডিটেক্টর এবং বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় এখানে আগত সকল শ্রেণির মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করছেন।
  • নভোথিয়েটারে প্রদর্শনী এলাকায় ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। ফলে আগত দর্শনার্থীগণ এর সুফল ভোগ করছেন।
  • সুবিধা বঞ্চিত শিশু ও বিশেষ শিশুদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের প্ল্যানেটেরিয়াম প্রদর্শনী বিনামূল্যে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। ফলে তারা বিনোদনের মাধ্যমে বিজ্ঞান এবং বিজ্ঞানের অজানা রহস্য সম্পর্কে জানতে পারছে।
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের কার্যক্রম নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাথে মহাপরিচালক মতবিনিয়ম সভা করেন এবং তাদেরকে শিক্ষার্থীসহ নভোথিয়েটারে আসার জন্য উদ্বুদ্ধ করেন।
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের কার্যক্রমকে গতিশীল করার জন্য নতুন করে ৮জন কর্মকর্তা/ কর্মচারী নিয়োগ দেয়া হয়েছে। বর্তমানে কর্মকর্তা/ কর্মচারীর সংখ্যা ৫৫ জন।
  • বিভিন্ন বিজ্ঞাপন, লিফলেট, ব্রোশিয়ার এর মাধ্যমে নভোথিয়েটারের কার্যক্রম প্রচার করা হচ্ছে।

 

 

 

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা

২০৩০ সালের মধ্যে SDG অর্জন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে সহায়ক ভূমিকা পালনের উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার কর্তৃক গৃহীত ভবিষ্যৎ কর্মপরিকল্পনা:

২০২৬ সাল পর্যন্ত গৃহীত কর্মপরিকল্পনা

  • ২০২৩ সালের মধ্যে
  • মহাকাশ বিজ্ঞান শিক্ষা সম্প্রাসরণমূলক কাজ ত্বরান্বিত ও জনপ্রিয়করণ করতে বিভাগীয় শহরে নভোথিয়েটার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা।
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার সম্পর্কে জনগণকে আরও আগ্রহী করে গড়ে তোলার জন্য নভোথিয়েটারের ওপর ডকুমেন্টারি তৈরি করে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় তা প্রচারের ব্যবস্থাকরণ।
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রাজশাহী শীর্ষক প্রকল্পটি সমাপ্ত করা।

 

  • ২০২৪ সালের মধ্যে :
  • বরিশাল বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার স্থাপন প্রকল্পটি বাস্তবায়ন;
  • রংপুর বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার স্থাপন প্রকল্পটি বাস্তবায়ন;
  • খুলনা বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার স্থাপন প্রকল্পটি বাস্তবায়ন;
  • ২০২৬ সালের মধ্যে :
  • চট্রগ্রাম ও সিলেট বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার স্থাপন প্রকল্প বাস্তবায়ন;
  • দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে আধুনিক জ্যোতির্বিজ্ঞান এবং মহাকাশবিষয়ক সম্যক ধারণা ও বিজ্ঞানের নব নব আবিষ্কারের সাথে পরিচিতকরণ; 
  • নির্ধারিত সময় পর পর যুগোপযোগী ও আধুনিক ডিজিটাল ফিল্ম এবং এক্সিবিটস সংগ্রহকরণ;
  • ময়মনসিংহ বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার স্থাপন প্রকল্প বাস্তবায়ন; এবং
  • ঢাকাস্থ বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমাননভোথিয়েটারকে আরো আধুনিকায়ন করার লক্ষ্যে “বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমাননভোথিয়েটার আধুনিকায়ন শীর্ষক” প্রকল্প বাস্তবায়ন।      

২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে গৃহীতকর্মপরিকল্পনা

  • ২০৪১ সালের মধ্যে
  • সরকারের রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে দেশের সকল নাগরিক বিশেষত ছাত্র সমাজকে বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলার জন্য গোপালগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, নোয়াখালী,  কুমিল্লা, কক্সবাজার, পটুয়াখালী, যশোর, কুষ্টিয়া, পাবনা, বগুড়া ও দিনাজপুর  জেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার স্থাপনের জন্য প্রকল্প বাস্তবায়ন করা হবে;
  • বাংলাদেশের সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, ভোকেশনাল প্রতিষ্ঠানসহ তৃণমূল পর্যায়ের সকল শিক্ষার্থীকে মহাকাশ বিষয়েসম্যকধারণা প্রদান করা হবে।
  • মহাকাশ গবেষণায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরা।

বিভাগীয় শহরে নভোথিয়েটার স্থাপন:

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিজ্ঞান বিষয়ক শিক্ষার প্রসার ও মান উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ জাতি গঠনের স্বার্থে প্রতিটি বিভাগীয় শহরে নভোথিয়েটার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভাগীয় পর্যায়ে নভোথিয়েটার স্থাপন প্রকল্পের উদ্দেশ্য:

 

  1. বিভাগীয় পর্যায়ে আধুনিক নভোথিয়েটার স্থাপনের মাধ্যমে জনসাধারণের মধ্যে মহাকাশ সম্পর্কিত বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয়াদি অবহিত করে বিজ্ঞানমনস্ক ইতিবাচক সমাজ গঠনে সহায়তা করা;
  2. শিক্ষা-বিনোদনের সুযোগ সৃষ্টি করে স্কুলগামী শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে উৎসাহিত করার মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক শিক্ষায় উৎসাহিত করা;
  3. মহাকাশ বিষয়ক গবেষণার সুযোগ সৃষ্টিসহ ডিজিটাল ও সায়েন্টিফিক প্রদর্শনীবস্তু প্রদর্শনের সুযোগ সৃষ্টির মাধ্যমে নভোথিয়েটারকে একটি অনানুষ্ঠানিক বিজ্ঞান শিক্ষা-বিনোদন কেন্দ্র হিসেবে তৈরি করা।

 

ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রাজশাহী স্থাপন প্রকল্প:

প্রকল্পের নাম :“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রাজশাহী স্থাপন (২য় সংশোধিত)” শীর্ষক  প্রকল্প

 প্রকল্পের অনুমোদিত ব্যয় : ২৩২৭৩.০০ লক্ষ টাকা

 প্রকল্পের মেয়াদ : জুলাই ২০১৭ - জুন ২০২৩

 প্রকল্পের এলাকা : শহীদ এ. এইচ. এম কামরুজ্জামান পার্ক, রাজশাহী।

জুন ২০২২ পর্যন্ত অগ্রগতি : ভৌত অগ্রগতি:৭০%   আর্থিক অগ্রগতি:৬১.১৬%

 

খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বরিশাল স্থাপন প্রকল্প: 

প্রকল্পের নাম : “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বরিশাল স্থাপন (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্প

 প্রকল্পের অনুমোদিত ব্যয় :  ৪১২০০.০০ লক্ষ টাকা

 প্রকল্পের মেয়াদ : জানুয়ারি ২০২০–ডিসেম্বর ২০২৩

 প্রকল্পের এলাকা : বরিশাল সদর উপজেলাধীন দক্ষিণ চরআইচা মৌজা, বরিশাল।।

জুন ২০২২ পর্যন্ত অগ্রগতি :আর্থিক অগ্রগতি:১২%   ভৌত অগ্রগতি :১২.৬৩%

 

গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রংপুর স্থাপন প্রকল্প:

প্রকল্পের নাম : “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রংপুর স্থাপন” শীর্ষক প্রকল্প

 প্রকল্পের অনুমোদিত ব্যয় : ৪১৭৬৫.০০ লক্ষ টাকা

 প্রকল্পের মেয়াদ : জুলাই ২০২১ - জুন ২০২৪

 প্রকল্পের এলাকা : রংপুর

জুন ২০২২ পর্যন্ত অগ্রগতি  : আর্থিক অগ্রগতি:২.০৮%   ভৌত অগ্রগতি: ২.৩৮%

 

(ঘ)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার খুলনা স্থাপন শীর্ষক প্রকল্প:

খুলনা বিভাগে নভোথিয়েটার স্থাপনের লক্ষ্যে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, খুলনা স্থাপন” শীর্ষক প্রকল্পের ডিপিপি গত ২২/০২/২০২২ তারিখে একনেক সভায় শর্তসাপেক্ষে অনুমোদিত হয়েছে। প্রস্তাবিত জমি বরাদ্দের বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাধ্যমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রোণালয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।

 

(ঙ) চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিং বিভাগে নভোথিয়েটার স্থাপন:

গত ২২/০২/২০২২ তারিখে একনেক সভার সিদ্ধান্ত ছিল, “দেশের সকল বিভাগ/জেলায় নভোথিয়েটার স্থাপনের লক্ষ্যে বৃহৎ পরিসরে একটি প্রকল্প গঠনের উদ্যোগ নিতে হবে।”

সে মোতাবেক চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিং বিভাগে নভোথিয়েটার স্থাপনের লক্ষ্যে বৃহৎ পরিসরে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon