বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের উল্লেখযোগ্য অর্জন
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সম্মানে নভোথিয়েটারে “বঙ্গবন্ধু কর্নার” স্থাপন করা হয়েছে।
- বঙ্গবন্ধু কর্নারে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে বঙ্গবন্ধুর ভাষণ ও গুরুত্বপূর্ণ ইভেন্ট প্রদর্শিত হয়।
- মুজিববর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের কার্যক্রম বিভিন্ন টেলিভিশনে প্রচারের জন্য বাংলাদেশ চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের মাধ্যমে একটি ভিডিও তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে এবং তা নিয়মিত প্রচার করা হচ্ছে।
- মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদেরকে নভোথিয়েটারের প্রদর্শনী উপভোগ করার জন্য বিআরটিসির বাসের মাধ্যমে বিনামূল্যে আনা নেয়া করা হয়।
- মহাকাশ বিষয়ক নতুন ২টি ডিজিটাল ফিল্ম সংযোজন করা হয়েছে।
- শেখ রাসেল কর্নার স্থাপন করা হয়েছে।
- ভার্চুয়াল রিয়েলিটি কর্নার স্থাপনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উন্নত প্রযুক্তির মাধ্যমে বিনোদনের ব্যবস্থা করা হয়েছে।
- দর্শনার্থী এবং শিশুদের চিত্ত-বিনোদনের জন্য নভোথিয়েটারের বাগানে নভো-পার্ক স্থাপন করা হয়েছে।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে সায়েন্টিফিক লাইব্রেরী স্থাপন করা হয়েছে।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং আগত দর্শনার্থীদের গাড়ীর নিরাপদসংরক্ষণের জন্য আন্ডারগ্রাউন্ড পার্কিং ব্যবস্থা চালু করা হয়েছে।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের কার্যক্রম প্রচারের জন্য নভোথিয়েটারের সম্মুখে ডিজিটাল ডিসপ্লে মেসেজ বোর্ড স্থাপন করা হয়েছে। ফলে আগত দর্শনার্থীরা সহজেই নভোথিয়েটার সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি জানতে পারছেন।
- নভোথিয়েটারের সকল প্রদর্শনীর টিকেট বুকিং এর জন্য নির্ধারিত ফরমে অনলাইন এপ্লিকেশন সিস্টেম চালু করা হয়েছে।
- নভোথিয়েটারের ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ১টি আর্চওয়ে, লাগেজ স্ক্যানার , হ্যান্ড মেটাল ডিটেক্টর, মিরর ডিটেক্টর এবং বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় এখানে আগত সকল শ্রেণির মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করছেন।
- নভোথিয়েটারে প্রদর্শনী এলাকায় ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। ফলে আগত দর্শনার্থীগণ এর সুফল ভোগ করছেন।
- সুবিধা বঞ্চিত শিশু ও বিশেষ শিশুদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের প্ল্যানেটেরিয়াম প্রদর্শনী বিনামূল্যে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। ফলে তারা বিনোদনের মাধ্যমে বিজ্ঞান এবং বিজ্ঞানের অজানা রহস্য সম্পর্কে জানতে পারছে।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের কার্যক্রম নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাথে মহাপরিচালক মতবিনিয়ম সভা করেন এবং তাদেরকে শিক্ষার্থীসহ নভোথিয়েটারে আসার জন্য উদ্বুদ্ধ করেন।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের কার্যক্রমকে গতিশীল করার জন্য নতুন করে ৮জন কর্মকর্তা/ কর্মচারী নিয়োগ দেয়া হয়েছে। বর্তমানে কর্মকর্তা/ কর্মচারীর সংখ্যা ৫৫ জন।
- বিভিন্ন বিজ্ঞাপন, লিফলেট, ব্রোশিয়ার এর মাধ্যমে নভোথিয়েটারের কার্যক্রম প্রচার করা হচ্ছে।
ভবিষ্যৎ কর্মপরিকল্পনা
২০৩০ সালের মধ্যে SDG অর্জন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে সহায়ক ভূমিকা পালনের উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার কর্তৃক গৃহীত ভবিষ্যৎ কর্মপরিকল্পনা:
২০২৬ সাল পর্যন্ত গৃহীত কর্মপরিকল্পনা
- মহাকাশ বিজ্ঞান শিক্ষা সম্প্রাসরণমূলক কাজ ত্বরান্বিত ও জনপ্রিয়করণ করতে বিভাগীয় শহরে নভোথিয়েটার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার সম্পর্কে জনগণকে আরও আগ্রহী করে গড়ে তোলার জন্য নভোথিয়েটারের ওপর ডকুমেন্টারি তৈরি করে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় তা প্রচারের ব্যবস্থাকরণ।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রাজশাহী শীর্ষক প্রকল্পটি সমাপ্ত করা।
- বরিশাল বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার স্থাপন প্রকল্পটি বাস্তবায়ন;
- রংপুর বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার স্থাপন প্রকল্পটি বাস্তবায়ন;
- খুলনা বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার স্থাপন প্রকল্পটি বাস্তবায়ন;
- চট্রগ্রাম ও সিলেট বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার স্থাপন প্রকল্প বাস্তবায়ন;
- দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে আধুনিক জ্যোতির্বিজ্ঞান এবং মহাকাশবিষয়ক সম্যক ধারণা ও বিজ্ঞানের নব নব আবিষ্কারের সাথে পরিচিতকরণ;
- নির্ধারিত সময় পর পর যুগোপযোগী ও আধুনিক ডিজিটাল ফিল্ম এবং এক্সিবিটস সংগ্রহকরণ;
- ময়মনসিংহ বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার স্থাপন প্রকল্প বাস্তবায়ন; এবং
- ঢাকাস্থ বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমাননভোথিয়েটারকে আরো আধুনিকায়ন করার লক্ষ্যে “বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমাননভোথিয়েটার আধুনিকায়ন শীর্ষক” প্রকল্প বাস্তবায়ন।
২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে গৃহীতকর্মপরিকল্পনা
- সরকারের রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে দেশের সকল নাগরিক বিশেষত ছাত্র সমাজকে বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলার জন্য গোপালগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার, পটুয়াখালী, যশোর, কুষ্টিয়া, পাবনা, বগুড়া ও দিনাজপুর জেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার স্থাপনের জন্য প্রকল্প বাস্তবায়ন করা হবে;
- বাংলাদেশের সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, ভোকেশনাল প্রতিষ্ঠানসহ তৃণমূল পর্যায়ের সকল শিক্ষার্থীকে মহাকাশ বিষয়েসম্যকধারণা প্রদান করা হবে।
- মহাকাশ গবেষণায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরা।
বিভাগীয় শহরে নভোথিয়েটার স্থাপন:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিজ্ঞান বিষয়ক শিক্ষার প্রসার ও মান উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ জাতি গঠনের স্বার্থে প্রতিটি বিভাগীয় শহরে নভোথিয়েটার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভাগীয় পর্যায়ে নভোথিয়েটার স্থাপন প্রকল্পের উদ্দেশ্য:
- বিভাগীয় পর্যায়ে আধুনিক নভোথিয়েটার স্থাপনের মাধ্যমে জনসাধারণের মধ্যে মহাকাশ সম্পর্কিত বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয়াদি অবহিত করে বিজ্ঞানমনস্ক ইতিবাচক সমাজ গঠনে সহায়তা করা;
- শিক্ষা-বিনোদনের সুযোগ সৃষ্টি করে স্কুলগামী শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে উৎসাহিত করার মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক শিক্ষায় উৎসাহিত করা;
- মহাকাশ বিষয়ক গবেষণার সুযোগ সৃষ্টিসহ ডিজিটাল ও সায়েন্টিফিক প্রদর্শনীবস্তু প্রদর্শনের সুযোগ সৃষ্টির মাধ্যমে নভোথিয়েটারকে একটি অনানুষ্ঠানিক বিজ্ঞান শিক্ষা-বিনোদন কেন্দ্র হিসেবে তৈরি করা।
ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রাজশাহী স্থাপন প্রকল্প:
প্রকল্পের নাম :“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রাজশাহী স্থাপন (২য় সংশোধিত)” শীর্ষক প্রকল্প
প্রকল্পের অনুমোদিত ব্যয় : ২৩২৭৩.০০ লক্ষ টাকা
প্রকল্পের মেয়াদ : জুলাই ২০১৭ - জুন ২০২৩
প্রকল্পের এলাকা : শহীদ এ. এইচ. এম কামরুজ্জামান পার্ক, রাজশাহী।
জুন ২০২২ পর্যন্ত অগ্রগতি : ভৌত অগ্রগতি:৭০% আর্থিক অগ্রগতি:৬১.১৬%
খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বরিশাল স্থাপন প্রকল্প:
প্রকল্পের নাম : “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বরিশাল স্থাপন (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্প
প্রকল্পের অনুমোদিত ব্যয় : ৪১২০০.০০ লক্ষ টাকা
প্রকল্পের মেয়াদ : জানুয়ারি ২০২০–ডিসেম্বর ২০২৩
প্রকল্পের এলাকা : বরিশাল সদর উপজেলাধীন দক্ষিণ চরআইচা মৌজা, বরিশাল।।
জুন ২০২২ পর্যন্ত অগ্রগতি :আর্থিক অগ্রগতি:১২% ভৌত অগ্রগতি :১২.৬৩%
গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রংপুর স্থাপন প্রকল্প:
প্রকল্পের নাম : “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রংপুর স্থাপন” শীর্ষক প্রকল্প
প্রকল্পের অনুমোদিত ব্যয় : ৪১৭৬৫.০০ লক্ষ টাকা
প্রকল্পের মেয়াদ : জুলাই ২০২১ - জুন ২০২৪
প্রকল্পের এলাকা : রংপুর
জুন ২০২২ পর্যন্ত অগ্রগতি : আর্থিক অগ্রগতি:২.০৮% ভৌত অগ্রগতি: ২.৩৮%
(ঘ)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার খুলনা স্থাপন শীর্ষক প্রকল্প:
খুলনা বিভাগে নভোথিয়েটার স্থাপনের লক্ষ্যে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, খুলনা স্থাপন” শীর্ষক প্রকল্পের ডিপিপি গত ২২/০২/২০২২ তারিখে একনেক সভায় শর্তসাপেক্ষে অনুমোদিত হয়েছে। প্রস্তাবিত জমি বরাদ্দের বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাধ্যমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রোণালয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।
(ঙ) চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিং বিভাগে নভোথিয়েটার স্থাপন:
গত ২২/০২/২০২২ তারিখে একনেক সভার সিদ্ধান্ত ছিল, “দেশের সকল বিভাগ/জেলায় নভোথিয়েটার স্থাপনের লক্ষ্যে বৃহৎ পরিসরে একটি প্রকল্প গঠনের উদ্যোগ নিতে হবে।”
সে মোতাবেক চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিং বিভাগে নভোথিয়েটার স্থাপনের লক্ষ্যে বৃহৎ পরিসরে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।